শান্ত-সবুজ লেকের বুক চিরে এগিয়ে যাচ্ছে একটি স্পিডবোট। তাতে বিভিন্ন ভঙ্গিতে বসে ও দাঁড়িয়ে চার তরুণ-তরুণী। সবাই চিন্তিত। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। সম্প্রতি এভাবেই ক্যামেরাবন্দি হলেন চার তরুণ অভিনয়শিল্পী—নিপা আহমেদ রিয়েলি, সাঞ্জু জন, সাইফ সাইফুল ও সাজ্জাদ হোসাইন। ‘নেটওয়ার্ক’ সিরিজে অভিনয় করছেন তাঁরা।
কয়েক দিন আগে সিরিজের প্রথম লটের শুটিং হলো রাঙামাটিতে। ‘নেটওয়ার্ক’ সিরিজটি পরিচালনা করছেন সৈকত নাসির। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
সৈকত নাসির বলেন, ‘বান্দরবানে যেখানে আমরা শুটিং করেছি, সেটা খুব দুর্গম জায়গা। ভয়ে সাধারণত কেউ যায় না সেখানে। পনেরো দিনের শুটিং শেষ হয়েছে। আরো পাঁচ দিনের কাজ বাকি আছে। ১০ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে বাকি অংশের শুটিং।’