হোম > বিনোদন > সিরিয়াল

‘মিঠাই’-এর শুটিং ফ্লোরে আগুন

কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।

প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।

দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।

প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট