কলকাতার অভিনেত্রী দিতিপ্রিয়া কিছুদিন আগেই শেষ করেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’। জি বাংলার এ সিরিয়ালে গত চার বছর ধরে নিয়মিত দেখা যেত দিতিপ্রিয়াকে। একই সিরিয়ালে অভিনয় করতে করতে খানিকটা হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাই চেয়েছিলেন ইমেজ বদলাতে। সিরিয়াল থেকে ছুটি নিয়ে দিতিপ্রিয়া এবার ডানা মেলেছেন সিনেমা–ওয়েব সিরিজের দুনিয়ায়।
সিরিয়ালে আপাতত অভিনয় করবেন না, সুযোগ খুঁজবেন সিনেমা ও সিরিজে অভিনয়ের– এমন ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন দিতিপ্রিয়া।
এ সিরিজ ছাড়াও আগামীতে একাধিক ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘মায়ামৃগয়া’ ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে তাঁকে। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অচেনা উত্তম’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আটকে আছে দিতিপ্রিয়া ও অর্জুন চক্রবর্তী অভিনীত ‘অভিযাত্রিক’। এ ছবিতে দিতিপ্রিয়াকে দেখা যাবে অপর্ণা চরিত্রে।