হোম > বিনোদন > সিরিয়াল

আসছে ‘তানসেনের তানপুরা ৩’, থাকবেন দিতিপ্রিয়া

কলকাতার অভিনেত্রী দিতিপ্রিয়া কিছুদিন আগেই শেষ করেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’। জি বাংলার এ সিরিয়ালে গত চার বছর ধরে নিয়মিত দেখা যেত দিতিপ্রিয়াকে। একই সিরিয়ালে অভিনয় করতে করতে খানিকটা হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাই চেয়েছিলেন ইমেজ বদলাতে। সিরিয়াল থেকে ছুটি নিয়ে দিতিপ্রিয়া এবার ডানা মেলেছেন সিনেমা–ওয়েব সিরিজের দুনিয়ায়।

সিরিয়ালে আপাতত অভিনয় করবেন না, সুযোগ খুঁজবেন সিনেমা ও সিরিজে অভিনয়ের– এমন ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন দিতিপ্রিয়া।

জানা গেছে, হইচই–এর আলোচিত সিরিজ ‘তানসেনের তানপুরা’–র তৃতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। বাংলা ভাষায় নির্মিত সংগীতভিত্তিক রহস্য ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। গানের প্রেক্ষাপটে রহস্যের জাল বুনেছেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়। বিক্রম ও রূপসা চট্টোপাধ্যায়কে নিয়ে সেই রহস্য-রোমাঞ্চকর জার্নি বেশ প্রশংসিত হয়েছে। সিরিজের তৃতীয় সিজনের নতুন চমক দিতিপ্রিয়া।

গত রোববার থেকে ‘তানসেনের তানপুরা’–র শুটিং শুরু করেছেন তিনি। তবে সিরিজে দিতিপ্রিয়া কোন চরিত্রে অভিনয় করবেন, সেটি এখনও জানা যায়নি।

এ সিরিজ ছাড়াও আগামীতে একাধিক ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘মায়ামৃগয়া’ ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে তাঁকে। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অচেনা উত্তম’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আটকে আছে দিতিপ্রিয়া ও অর্জুন চক্রবর্তী অভিনীত ‘অভিযাত্রিক’। এ ছবিতে দিতিপ্রিয়াকে দেখা যাবে অপর্ণা চরিত্রে।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট