হোম > বিনোদন > সিরিয়াল

শেষের পথে পঞ্চমী

জি বাংলার ‘অপরাজিতা অপু’ সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল অভিনেত্রী সুস্মিতা দের ক্যারিয়ার। এটি দিয়ে ভালোই আলোচিত হয়েছিলেন তিনি। অপু হয়ে জনপ্রিয়তা পেয়ে চ্যানেল বদল করেন সুস্মিতা। তবে এর পরই উল্টো দিকে ঘুরতে শুরু করে তাঁর ভাগ্য। সুস্মিতার দ্বিতীয় সিরিয়াল স্টার জলসার ‘বৌমা একঘর’ বন্ধ হয়ে যায় তিন মাসের মাথায়। এবার অল্প সময়ে বন্ধ হতে চলেছে তাঁর অভিনীত আরেকটি সিরিয়াল ‘পঞ্চমী’।

স্টার জলসায় গত বছরের ডিসেম্বরে শুরু হয়েছিল পঞ্চমীর প্রচার। আট মাসের মাথায় এসে সিরিয়ালটির বিদায়ঘণ্টা বেজে গেছে। এরই মধ্যে পঞ্চমীর শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন সুস্মিতা। ইনস্টাগ্রামে সেদিনের কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কত কত স্মৃতি তৈরি হয়েছে এই কয়েক মাসে। অনেক নতুন সম্পর্ক তৈরি হয়েছে। শুটিং ফ্লোরে যেমন আনন্দের দিন কাটিয়েছি, তেমনি কিছু মন খারাপের স্মৃতিও রয়েছে। পঞ্চমী হিসেবে আমার যাত্রা শেষ হলো। সব শুরুরই শেষ থাকে। আবার নতুনভাবে দেখা হবে।’ 

পঞ্চমী নামের এক ইচ্ছেধারী নাগিনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিয়ালটি। বাংলা সিরিয়ালে এ ধরনের গল্প আগে দেখা যায়নি। তাই শুরুর সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত করে দ্বিতীয় অবস্থানে এসেছিল। তবে ধীরে ধীরে টিআরপি তালিকায় পিছিয়ে পড়তে থাকে। জানা গেছে, ২৭ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার জলসার পর্দায় প্রচারিত হবে পঞ্চমীর শেষ পর্ব। পরদিন থেকে ওই স্লটে শুরু হবে নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’। 

অভিনয়: সুস্মিতা দে, রাজদীপ গুপ্ত, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখ।
চ্যানেল: স্টার জলসা
প্রচার: প্রতিদিন রাত ৯টা (বাংলাদেশ সময়)

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট