আজ শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে বহুল প্রত্যাশিত সিরিজ মহানগরের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর ট্রেলার। আশফাক নিপুন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল। সিরিজটির প্রথম সিজন মুক্তির পর সাধারণ দর্শকের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাওয়ার পাশাপাশি সমালোচক মহলেও ব্যাপক সমাদৃত হয়েছিল এটি। এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে এই মহানগরের এক রাতে ঘটে যাওয়া অনেকগুলো গল্প দেখা গিয়েছিল, কিন্তু শেষে রেখে যায় বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন। সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় ছিল দর্শক।
প্রথম সিজনে গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘মহানগর ২’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যায়, পুলিশের দুর্নীতি এবং ওপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরের অতিসাধারণ কিছু মানুষ আটকা পড়ে নানা ধরনের ফন্দিতে। ন্যায়-অন্যায়ের জীর্ণ জালে যখন চুনোপুঁটি আর রাগববোয়াল সবাই ছুটছে নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়নে, ঠিক সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুনের। ওসি হারুনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও কারাগার খ্যাত দিব্য জ্যোতিসহ আরও অনেকে।
পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শক সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা দেখে আমি সত্যি খুব আনন্দিত। এবারই প্রথম হইচই বাংলাদেশ থেকে একটি শোর দ্বিতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি, আমরা দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন একটি গল্প ও বিনোদন দিতে পারব, যা তাদের প্রাপ্য। আমিও বাকি সবার মতো এক্সাইটেড এবং নার্ভাস। শেষ ভালো যার সব ভালো তার, আশা করছি সব ভালো হবে।’