হোম > বিনোদন > সিরিয়াল

কতটা কঠিন হবে পরীর লড়াই?

মার্চ মাস থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কড়ি খেলা’। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। জীবনের নানা টানাপোড়েন, এক মায়ের একার লড়াই, আর তারই মাঝে এসে পড়া ‘মনের মানুষ’- এই নিয়ে ‘কড়ি খেলা’। এই গল্পের মূল চরিত্র পরী। পরীকে কেন্দ্র করে এগোবে গল্প। স্বামীর মৃত্যুর পর ছেলেকে অবলম্বন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান তিনি। নারী হিসেবে কতটা কঠিন হবে পরীর লড়াই?

চিত্রনাট্য অনুযায়ী, ‘কড়ি খেলা’র নায়ক অপূর্ব দুই মেয়ের বাবা। যৌথ পরিবারে বাস। মেয়েদের ভালো রাখার জন্য সবকিছুই করতে পারেন তিনি। কিন্তু প্রথম স্ত্রীকে ভুলে তাঁর জায়গায় অন্য আর কাউকে বসাতে পারেন না অপূর্ব। পরী ও অপূর্বর জীবন কি কখনো এক রেখায় চলবে? এই প্রশ্নের উত্তরই খুঁজবে ‘কড়ি খেলা’।

পরীর মূল লক্ষ্যই হলো তাঁর ছেলে কুট্টুস। সে আর অন্য কিছু ভাবে না। মায়ের বাইরেও যে সে এক নারী, তাঁর যে রয়েছে মন, তা পরী যেন ভুলতে বসেছে। তাই তো অপূর্বর থেকে নিজেকে ও কুট্টুসকে দূরেই রাখতে চায়।

কিন্তু কুট্টুস, সে তো অপূর্বকে বেশ পছন্দ করে। দুজনের বন্ধুত্বও জমে উঠেছে। এখান থেকে ভয় শুরু হয় পরীর। তাই তো পরী সিদ্ধান্ত নেয়, কলকাতা থেকে দূরে চলে যাবে। ছোট্ট একটা শহরে গিয়েই কুট্টুসকে বড় করে তুলবে। কড়ির এই সিদ্ধান্ত কি সঠিক? সত্যিই কি কুট্টুসকে নিয়ে শহর ছাড়বে পরী? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়। সোমবার থেকে শুক্রবার রাত সাড়ে ৯টায় সিরিয়ালটি জি বাংলায় প্রচারিত হবে।

মূল চরিত্রে অভিনয় করছেন শ্রীপর্ণা রায়। নায়কের চরিত্রে রয়েছেন আনন্দ ঘোষ। এ ছাড়াও তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট