হোম > বিনোদন > সিরিয়াল

‘গৃহিণী ও মা হয়ে জীবন উপভোগ’ করতে অভিনয় ছাড়লেন তিনি

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু আর অভিনয় করতে চান না। একজন আদর্শ গৃহিণী ও মা হয়ে জীবন উপভোগ করতে চান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী সম্প্রতি বিয়ে করেছেন। শিগ্‌গিরই মা হতে চলেছেন। 

তিনি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর। ‘শ্বশুরাল সিমার কা’ শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করে দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল একই শোয়ের রিবুট ‘শ্বশুরাল সিমার কা ২’-এ। 

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা বলেছেন, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। ‘একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন উপভোগ করতে চান।’ বলেছেন অভিনেত্রী। 

দীপিকা ‘শ্বশুরাল সিমার কা’ শোর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন। অভিনেত্রী বলেছেন, ‘আমি গর্ভাবস্থার এই পর্বটি উপভোগ করছি। আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের এখন উত্তেজনা অন্য মাত্রায়।’ দীপিকা বলেন, ‘আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। প্রায় ১০-১৫ বছর ধরে চালিয়ে গিয়েছি। আমার গর্ভাবস্থার প্রথম দিকেই শোয়েবকে বলেছিলাম, আমি আর কাজ করতে চাই না, অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন যাপন করতে চাই।’ 

একই কথোপকথনে দীপিকা আরও বলেছেন, তাঁর স্বপ্ন সব সময়ই একজন গৃহিণী হয়ে জীবন যাপন করা। বিনোদনজগতে তাঁর ক্যারিয়ারটি ছিল একটি ‘সুখী দুর্ঘটনা’। তিনি সৌভাগ্যবান গর্ভাবস্থা উপভোগ করতে পারছেন। স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিমও তাঁদের সন্তান জন্মের পর কয়েক মাস ছুটি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

গত জানুয়ারিতে এই দম্পতি ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের অনাগত প্রথম সন্তানের ঘোষণা দেন। 

শ্বশুরাল সিমার কা ছাড়াও দীপিকা কাকর ‘কাহান হাম কাহান তুম’, ‘আগলে জনম মোহে বিতিয়া হি কিজো’র মতো শোয়ে কাজ করেছেন। রিয়েলিটি শো বিগ বস ১২-এর চ্যাম্পিয়ন ছিলেন তিনি।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট