হোম > বিনোদন > সিরিয়াল

শাইনি যখন লক্ষ্মী বউ

ঢাকা: শাইনি দোশি ‘শ্রীমদ ভগবত মহাপুরান’ ধারাবাহিকে সরস্বতী চন্দ্রের চরিত্রে অভিনয় করে ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন। প্রযোজক-পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাতেই তাঁর হাতেখড়ি। সঞ্জয় লীলা বানসালির এই ধারাবাহিকে অভিনয় করার পরেই ‘সরোজিনী এক ন্যায়ি পেহেলি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাইনি দোশি।

সঞ্জয় লীলা বানসালির ধারাবাহিকে অভিনয় করার পরেই ‘সরোজিনী এক ন্যায়ি পেহেলি’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন শাইনি দোশি।

এরপর শাইনি সামাইরা ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন ‘বহু হামারি রজনীকান্ত’ ধারাবাহিকে। তাঁর পরবর্তী চরিত্র ছিল ‘জামাই রাজা’তে। পরবর্তী বেশ কিছু ধারাবাহিকেও নজর কেড়েছেন শাইনি। এর মধ্যে উল্লেখযোগ্য ধারাবাহিক ‘লাল ইশ্ক’, ‘দিল হি তো হ্যায়’ । বেশ কিছু রিয়েলিটি শোতেও দেখা গেছে শাইনিকে, যেমন: ‘বক্স ক্রিকেট লিগ’, ‘ফিয়ার ফ্যাক্টর, ‘খতরো কা খিলাড়ি ৮’।

শাইনি আলিফ লায়লাতেও অভিনয় করেছেন। চলতি বছরের শুরুতে অভিনয় শুরু করেন ‘পান্ডিয়া স্টোর’ ধারাবাহিকে। টিআরপিতে বর্তমান সময়ে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক এটি। লক্ষ্মী বউয়ের চরিত্রে তিনি বেশ মানিয়েছেন বলেই মনে করছেন অনেকে। তবে টেলিভিশন ছাড়াও প্রতিদিনই ইনস্টাগ্রামে প্রকাশ করা নতুন ছবি আলোচনায় আনছে এই অভিনেত্রীকে।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট