হোম > বিনোদন > সিরিয়াল

পায়ে চোট নিয়ে নাচের শুটিংয়ে মিঠাই

এক অদ্ভুত ব্যাপার। টলিউডের একের পর এক তারকা চোট পাচ্ছেন গোড়ালিতে। গোড়ালিতে চিড় নিয়ে টানা ৫০ দিন শুটিং করেছেন অঙ্কুশ হাজরা, এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য চিকিৎসকের পরামর্শে শুটিং বন্ধ করে গৃহবন্দী হয়েছেন অঙ্কুশ। অন্যদিকে বুধবার ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, গোড়ালিতে চোট পেয়ে একটি ইভেন্টে হুইল চেয়ারে করেই গিয়েছিলেন তিনি। এবার গোড়ালিতে চোট পেলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সৌমিতৃষা জানান, গোড়ালিতে চোট পেয়েছেন। ঐ ভিডিওতেই জানা যায় যে, মহালয়ার অনুষ্ঠানে পায়ে চোট নিয়েই নেচেছেন নায়িকা। মহালয়ার অনুষ্ঠানের মহড়া দিতে গিয়েই আচমকা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফুলে যায় পায়ের পাতা। এরপর চিকিৎসকের কাছে গিয়ে এক্স রে করলে জানা যায় যে লিগামেন্টে চাপ পড়ে ফুলে গেছে।

চিকিৎসকের নির্দেশ ছিল, পায়ে অ্যাংক্লেট পরতে হবে। টানা বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সেই পরামর্শে কান না দিয়ে শুটিং চালিয়েছেন নায়িকা। এর আগেও অবশ্য মিঠাই জ্বর নিয়ে টানা শুটিং করেছিলেন। এবারও ব্যথা দমিয়ে রাখতে পারেনি সৌমিতৃষাকে। বিশ্রাম নিয়ে বাড়িতে বসে থাকার পাত্রী তিনি নন। ঐ ব্যথা নিয়েই মহালয়ার নাচের শুটিং করেছেন মিঠাই। সেটের সবাই নাকি ছুটি নিতে বলছেন মিঠাইকে. কিন্তু কাজপাগল নায়িকা সৌমিতৃষা ছুটি নেবেন কি-না তাই এখনও ঠিক করতে পারেননি।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম