হোম > বিনোদন > সিরিয়াল

পা ভাঙল ননদের

ঢাকা: যত কাজই থাকুক, সন্ধ্যা হলেই টিভির সামনে বসেন সিরিয়াল–ভক্তরা। ‘সিরিয়ালে দেখা হিরো–হিরোইন’ আর তাঁদের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান নিজের জীবনের সঙ্গেই মিলিয়ে দেখেন দর্শক। তাঁদের পছন্দের একটি ধারাবাহিক ‘খড়কুটো’। জি বাংলায় প্রচার হওয়া এই ধারাবাহিক শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

‘খড়কুটো’র মুখ্য চরিত্র গুনগুন। এই চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। তাঁর দুষ্টুমি আর পাগলামি ভীষণ পছন্দ করেন দর্শক। কিন্তু সেই ‘খড়কুটো’ পরিবারেই এবার এল দুঃসংবাদ।

দুর্ঘটনায় আহত হলেন ধারাবাহিকের ‘চিনি’, মানে প্রিয়াংকা মিত্র। ‘খুড়কুটো’য় গুনগুনের ননদ তিনি। বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে শয্যাশায়ী প্রিয়াংকা। কোনোভাবেই শুটিংয়ে আসতে পারছেন না। ভাঙা পা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন। চলাফেরা করছেন ক্রাচে ভর করে।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন প্রিয়াংকা। সঙ্গে সঙ্গেই ‘চিনি’ভক্তরা সমবেদনা জানিয়েছেন তাঁকে। সবাই প্রার্থনা করছেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরতে পারেন প্রিয়াংকা। পর্দার ননদের এই দুঃসংবাদে সমব্যথী তৃণা সাহা। লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বেবি’।

প্রিয়াংকার এই দুর্ঘটনায় বিপাকে পড়েছে ‘খড়কুটো’ টিম। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকা খুব ভালো বার্তা দিচ্ছে না ‘খড়কুটো’কে। টিআরপির প্রথম দিকে কিছুতেই জায়গা হচ্ছে না ধারাবাহিকটির। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ‘খড়কুটো’।

দর্শকের অভিযোগ, এই ধারাবাহিকে প্রধান চরিত্র গুনগুন অনেক বেশি ন্যাকামি করছে। অনেকেই কেউ তাঁর ‘ন্যাকামি’ সহ্য করতে চাইছেন না। দাবি উঠছে অভিনেত্রী বদলের। এ নিয়ে ভীষণ চাপে আছেন চ্যানেল-নির্মাতা-প্রযোজক। এরই মধ্যে অন্যতম চরিত্র ‘চিনি’র অনুপস্থিতি নতুন করে বিপদ বাড়াল।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম