ঢাকা: যত কাজই থাকুক, সন্ধ্যা হলেই টিভির সামনে বসেন সিরিয়াল–ভক্তরা। ‘সিরিয়ালে দেখা হিরো–হিরোইন’ আর তাঁদের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান নিজের জীবনের সঙ্গেই মিলিয়ে দেখেন দর্শক। তাঁদের পছন্দের একটি ধারাবাহিক ‘খড়কুটো’। জি বাংলায় প্রচার হওয়া এই ধারাবাহিক শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
দুর্ঘটনায় আহত হলেন ধারাবাহিকের ‘চিনি’, মানে প্রিয়াংকা মিত্র। ‘খুড়কুটো’য় গুনগুনের ননদ তিনি। বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে শয্যাশায়ী প্রিয়াংকা। কোনোভাবেই শুটিংয়ে আসতে পারছেন না। ভাঙা পা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন। চলাফেরা করছেন ক্রাচে ভর করে।
দর্শকের অভিযোগ, এই ধারাবাহিকে প্রধান চরিত্র গুনগুন অনেক বেশি ন্যাকামি করছে। অনেকেই কেউ তাঁর ‘ন্যাকামি’ সহ্য করতে চাইছেন না। দাবি উঠছে অভিনেত্রী বদলের। এ নিয়ে ভীষণ চাপে আছেন চ্যানেল-নির্মাতা-প্রযোজক। এরই মধ্যে অন্যতম চরিত্র ‘চিনি’র অনুপস্থিতি নতুন করে বিপদ বাড়াল।