প্রতি সপ্তাহেই নতুন ছবি বা ওয়েব সিরিজের জন্য ছবিপ্রেমীদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাইকৃত এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
হেরে যাবার গল্প (বাংলা)
অভিনয়: শ্যামল মওলা, মারিয়া নূর
দেখা যাবে: জি ফাইভ
মিরাকল ইন সেল নম্বর সেভেন (বাংলা ডাবড)
অভিনয়: আরাশ, নিসা
দেখা যাবে: চরকি
অভিনয়: কোয়েল মল্লিক, শান্তিলাল মুখার্জি
দেখা যাবে: হইচই
দেয়ার’স সামওয়ান ইনসাইড ইউর হাউস (ইংলিশ)
অভিনয়: সিডনি পার্ক
দেখা যাবে: নেটফ্লিক্স
অভিনয়: পৃথ্বীরাজ, রাশি খান্না
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
জাস্টিন বিবার-আওয়ার ওয়ার্ল্ড (ইংলিশ)
ডকু ড্রামা
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
দেবদাস ব্রাদারস (তামিল)
অভিনয়: ধ্রুব, হরি কৃষাণ
দেখা যাবে: নেটফ্লিক্স