একটি নদী, রাত আর দুটো মানুষ। একজনের যাপনই নদীকে ঘিরে, আর অন্যজনের সমস্ত সুখ কেড়ে নিয়েই ওই নদী। শ্যামল মাওলা আর ফারহানা হামিদ দারুণ এবং একইসঙ্গে করুণ গল্প নিয়ে হাজির হচ্ছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোয়ার ভাটা’য় অভিনয় করেছেন তাঁরা। সুমন আনোয়ারের বানানো ছবিটি মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।
চরকি নিবেদিত তিন পর্বের আয়োজন ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজের একটি হলো ‘জোয়ার ভাটা’। এর আগে ডাকাতিয়া বাঁশি আয়োজনের অংশ হিসেবে ভিকি জাহেদের ‘লাল কাতান নীল ডাকাত’ মুক্তি পায়। এবার এল ‘জোয়ার ভাটা’। ২০ মিনিট ব্যাপ্তির প্রযোজনাটিতে উঠে এসেছে ভাটি অঞ্চলের সৌন্দর্য।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘জোয়ার ভাটা’।
দেখুন ‘জোয়ার ভাটা’র ট্রেলার: