অভিনেতা মোশাররফ করিম এখন কলকাতায়। গত সপ্তাহে পুবাইলে একটি নাটকের শুটিং করে কলকাতায় রওনা হন তিনি। ভারতে মোশাররফ প্রায়ই যান ঘুরতে। কিন্তু এবারের সফর শুধু ঘোরাঘুরি নয়; নির্দিষ্ট করে এখনই কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, কলকাতায় তিনি বড় কোনো প্রজেক্টে কাজ করছেন।
যাওয়ার আগে মোশাররফ করিম কয়েক দিন ছিলেন মানিকগঞ্জের জাফরগঞ্জে। সেখানে মাঝনদীতে আর ধু-ধু চরে শুটিং করেছেন একটি ওয়েব ফিল্মের।
এর আগে একই প্ল্যাটফর্মের দুটি ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও শ্যামল মওলা। ডাকাত নিয়ে পরপর কয়েকটি ছবি তৈরি করছে চরকি। ‘বকুল ফুল’ সেই ধারাবাহিকতার একটি অংশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকাতির ঘটনা ছবিটির মূল প্রেক্ষাপট।