হোম > বিনোদন > সিরিয়াল

চমক নিয়ে ফিরছে জাজ

ছবি নয়, ওয়েব সিরিজ নির্মাণে নামছেন জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ‘মোনা’ নামের একটি ওয়েব সিরিজের। ‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন একঝাঁক অভিনয়শিল্পী। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন। তিনি ‘কে হবে মাসুদ রানা’ র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।

সাজ্জাদ বলেন, ‘আমি নাটকেও অভিনয় করেছি। তবে ছবির জন্য মাঝে প্রস্তুতি নিচ্ছিলাম। বড় পর্দাই আমার মূল লক্ষ্য। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। এই ওয়েব সিরিজটি হচ্ছে বড় আয়োজনে।’

সাজ্জাদ জানান, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছেন। ডিসেম্বরে সিরিজটির শুটিং শুরু হবে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চা মেয়ে ‘মোনা’ নাম ভূমিকায় অভিয় করবেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।

এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম