হোম > বিনোদন > সিরিয়াল

‘তকদীর’-এর পর হইচইয়ের সঙ্গে চঞ্চলের ‘বলি’

‘তকদীর’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওই ওয়েব সিরিজ দিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল চঞ্চল চৌধুরীর।

এতে তিনি অভিনয় করেছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্রে। তুমুল জনপ্রিয় হয়েছিল সিরিজটি। এরপর চঞ্চল আরও কিছু ওয়েব কনটেন্টে কাজ করেছেন, কিন্তু ‘হইচই’ এর সঙ্গে কাজ হয়নি আর।

এবার হচ্ছে। মঙ্গলবার বিকেলে চঞ্চল চৌধুরী জানালেন, হইচইয়ের আরেকটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন তিনি। সিরিজটির নাম ‘বলি’। আগামীকাল থেকে কুয়াকাটায় শুটিং শুরু হচ্ছে।

ওয়েব সিরিজটি বানাচ্ছেন শংখ দাশগুপ্ত। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। নির্মাতার প্রশংসা করে চঞ্চল ফেসবুকে লিখেছেন, ‘শংখ দাশগুপ্ত মেধাবী একজন নির্মাতা। ওর সঙ্গে পরিচয় দুই-তিন বছর আগে, আস্তে আস্তে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা। হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘‘বলি’’ নির্মাণে ব্রতী হয়েছেন তিনি। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটা।’

‘তকদীর’-এর মতো ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারবেন বলে আশাবাদী চঞ্চল। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। বলি টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।’

এটি ছাড়াও চঞ্চল জি-ফাইভের একটি দীর্ঘ ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন। সেটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম