হোম > বিনোদন > সিরিয়াল

পাকিস্তানের সিরিয়ালে রবীন্দ্রনাথের গান

ঢাকা: ১৯৬১ সাল। পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান। সময় বদলেছে। পরিবর্তিত সময়ের সাক্ষী হয়ে থাকল ‘দিল কেয়া করে’। পাকিস্তানি এই সিরিয়ালে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’। তাও বাংলা ভাষায়। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ওই সিরিয়ালের ক্লিপস। আলোচিত হচ্ছে। হচ্ছে প্রশংসিত।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করেছিলেন ‘দিল কেয়া করে’র পরিচালক মেহরিন জব্বার। সাদাকালো ভিডিওতে দেখা যাচ্ছে চারটি চরিত্র সোফায় বসে আছে। এক নারী চরিত্র গাইছে ‘আমার পরান যাহা চায়’। অন্যরা মুগ্ধ হয়ে শুনছে। ইউটিউবে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, নায়কের অনুরোধে গানটি শোনাচ্ছেন নায়িকা।

গানটি গেয়েছেন শর্বরী দেশপাণ্ডে। শর্বরী যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিল্পী। ২০১৯ সালে জিও টিভিতে প্রচার হয়েছিল সিরিয়াল ‘দিল কেয়া করে’। তখনই জনপ্রিয়তা পেয়েছিল এটি। তবে এত দিন পর রবীন্দ্রসংগীতের দৃশ্যটি ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এ সিরিয়াল। মোট ৩০ পর্বের ‘দিল কেয়া করে’র দেখা মিলছে ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে।

সিরিয়ালের প্রধান দুই চরিত্র আরমান ও আইমানের প্রেমের গল্প ‘দিল কেয়া করে’। যুক্তরাষ্ট্রফেরত গল্পের নায়িকা আইমানকে ভালোবেসে দুই বন্ধু আরমান ও সাদি। এই ত্রিভুজ প্রেমের কাহিনি কীভাবে মোড় নেয়, তা নিয়েই এগিয়ে চলে গল্প। অভিনয় করেছেন ফিরোজ খান, ইয়ামনা জায়েদি, মরিয়ম নাফিজ ও জেন বেগ।

দেখুন আলোচিত ক্লিপটি:

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম