হোম > বিনোদন > সিরিয়াল

‘চক্র’ দিয়ে ফিরছে জাজ

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০১৮ সাল পর্যন্ত নিয়মিত চলচ্চিত্র বানিয়েছে জাজ। এরপর নানা জটিলতায় স্থগিত হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম।

আবারও ফিরছে জাজ মাল্টিমিডিয়া। তবে ছবি নয়, ওয়েব সিরিজ দিয়েই বিরতি ভাঙছে প্রতিষ্ঠানটি। ‘চক্র’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে তারা। এটি বানাবেন নির্মাতা রায়হান রাফি।

শুরু থেকেই নতুন মুখ খোঁজার দিকে জোর দিয়েছিল জাজ। বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, জলি—অনেকেই প্রথম ছবি করেন এ প্রতিষ্ঠানের ব্যানারে।

এবারও তার ব্যতিক্রম ঘটছে না। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এ সিরিজের প্রধান চরিত্রগুলোতে দেখা যাবে একঝাঁক নতুন মুখ। অডিশনের মাধ্যমে তাঁদের নির্বাচন করা হবে। শুটিং শুরু হবে আগামী নভেম্বর থেকে। ‘চক্র’ ওয়েব সিরিজ হবে থ্রিলারধর্মী। এ দেশের নারীদের জীবন-সংগ্রাম উঠে আসবে সিরিজে।

এর আগে এ বছরের জুলাইয়ে চারটি ওয়েব সিরিজ নির্মাণের প্রাথমিক ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে এখনো কোনোটিরই শুটিং হয়নি। ওই সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘জাজ আর নতুন কোনো ছবি বানাচ্ছে না। কারণ, তিনটি ছবি তৈরি হয়ে পড়ে আছে। তাই জাজ এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম ও সিরিজ বানানোর সিদ্ধান্ত নিয়েছে।’

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম