ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০১৮ সাল পর্যন্ত নিয়মিত চলচ্চিত্র বানিয়েছে জাজ। এরপর নানা জটিলতায় স্থগিত হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম।
আবারও ফিরছে জাজ মাল্টিমিডিয়া। তবে ছবি নয়, ওয়েব সিরিজ দিয়েই বিরতি ভাঙছে প্রতিষ্ঠানটি। ‘চক্র’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে তারা। এটি বানাবেন নির্মাতা রায়হান রাফি।
শুরু থেকেই নতুন মুখ খোঁজার দিকে জোর দিয়েছিল জাজ। বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, জলি—অনেকেই প্রথম ছবি করেন এ প্রতিষ্ঠানের ব্যানারে।
এর আগে এ বছরের জুলাইয়ে চারটি ওয়েব সিরিজ নির্মাণের প্রাথমিক ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে এখনো কোনোটিরই শুটিং হয়নি। ওই সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘জাজ আর নতুন কোনো ছবি বানাচ্ছে না। কারণ, তিনটি ছবি তৈরি হয়ে পড়ে আছে। তাই জাজ এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম ও সিরিজ বানানোর সিদ্ধান্ত নিয়েছে।’