প্রথম সিজনে ভালোই খেল দেখিয়েছে হইচইয়ের সিরিজ ‘কারাগার’। ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দর্শকদের তাই অপেক্ষা ছিল, কবে আসবে দ্বিতীয় সিজন! কবে খুলবে সব রহস্যের গিঁট! অবশেষে সেই ঘোষণা এল।
‘কারাগার’-এর প্রথম সিজনের একেবারে শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি। সিজনের শুরুতে তাকে পাওয়া গিয়েছিল একটি পরিত্যক্ত সেলের বন্ধ কামরায়। কীভাবে সেখানে এল সে, তা নিয়ে সবার ভেতরে ছিল চরম কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই তাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না।
কিন্তু গল্প ঘুরে যায় শেষ দৃশ্যে এসে। শোনা যায় চঞ্চলের কণ্ঠ। বোঝা যায়, সে বোবা নয়। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কারাগারে এসেছে সে। কী সেই উদ্দেশ্য, সেটি জানা যাবে পরের সিজনে। দ্বিতীয় সিজনের ঘোষণাটি দিতেও রহস্যের আশ্রয় নিল হইচই।