হোম > বিনোদন > সিরিয়াল

নতুনরূপে আসছে ‘বালিকা বধূ’

ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।

ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।

‘বালিকা বধূ’র প্রথম সিজন ২০০৮–এ শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল। ছোট্ট আনন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে অভিকা গর। পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’ -এ দেখা গেছে তাঁকে। আনন্দির স্বামী জগদীশের চরিত্রে অভিনয় করবেন অবিনাশ মুখোপাধ্যায় এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যাস ও শক্তি আনন্দ।

আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।

 

 

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট