ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।
ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।
আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।