ভারতীয় টিভি চ্যানেল কালারসে গত সপ্তাহে শুরু হয়েছে সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হর্ষদ অরোরা ও ইশিতা দত্ত। সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিয়ালটি প্রচার হচ্ছে।
এটি একটি বাঙালি পরিবারের গল্প। গল্পের শুরুটা হয় ইশিতা দত্তকে ঘিরে। হাসিখুশি জীবনটা ভালোই যাচ্ছিল ইশিতার। কিন্তু বাবা মারা যাওয়ার পর জীবন বদলে যায়। ইশিতার চরিত্রের নাম কাজল।
কাজলের বিয়ের কথা চলছে অর্জুন চট্টোপাধ্যায়ের সঙ্গে। হর্ষদ করছেন অর্জুন চরিত্রটা। তিনি এক ধনী পরিবারের সন্তান।