টেলিভিশন দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা সেন। ‘দুর্গা’, ‘টাপুর টুপুর’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এরই মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক।
বহুদিন পর আবার চেনা মাঠে ব্যাট করছেন সন্দীপ্তা। ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘মা সারদা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। ঐতিহাসিক এই চরিত্রে এবারই প্রথম। সেখানে লাল পাড় সাদা শাড়ি এবং শাঁখা-সিঁদুর পরে পর্দায় ধরা দিচ্ছেন তিনি।
সন্দীপ্তা বলেন, ‘নাটকের সেটে দেব-দেবীর মূর্তি। একটা অন্য রকম ভক্তি নিয়ে কাজ করতে হয়। সৌরভ হয়েছে রামকৃষ্ণ, ভীষণ ভালো অভিনয় করে ও। অনেক দিন রিসার্চ করে কাজটা করা হচ্ছে।’