১০ বছরে ২৩৬টি পর্ব। ১০টি মৌসুমে প্রচার হওয়া এ টিভি সিরিজ ছয় বন্ধুর গল্প। তাঁদের প্রাত্যহিক জীবনের ঘটনা উঠে এসেছে হাসির মোড়কে।
সিরিজের চরিত্রগুলো অদ্ভুত। কেউ শুচিবাইগ্রস্ত, কেউ অত্যধিক ফ্যাশনসচেতন, কেউ মারাত্মক রকমের বোকা। কেউ খুব প্রেমিক, বারবার বিরহে পড়ে। পরিস্থিতি না বুঝে হুটহাট অহেতুক কৌতুক করে কেউ।
গল্পজুড়ে সারাক্ষণ হাসি-ঠাট্টা চললেও প্রতি পর্ব শেষ হয় জীবনঘনিষ্ঠ শিক্ষার মধ্য দিয়ে। যেগুলো তরুণদের খুব প্রভাবিত করেছিল ওই সময়। করে এখনো।
সিরিজে মাঝেমধ্যেই অতিথি চরিত্র হিসেবে আসতেন হলিউডের বিখ্যাত সব অভিনেতারা। ব্র্যাড পিট, ড্যানি ডেভিটো, ডেভিড আরকিট, ক্রিস্টিন ডেভিস, উইনোনা রাইডার–সবাইকেই দেখা গেছে ‘ফ্রেন্ডস’–এর কোনো না কোনো পর্বে।
সিরিজটি হয়ে উঠেছিল নব্বইয়ের দশকের ফ্যাশন আইকন। সিরিজে বিভিন্ন চরিত্রের চুলের কাট, জিনসের প্যান্ট, রাতের পোশাক, জ্যাকেট–দারুণ পছন্দ করেছিলেন দর্শকেরা। ফ্যাশনে এ সিরিজ এখনো সমকালীন।
‘ফ্রেন্ডস’ সিরিজের শীর্ষ সংগীত ‘আই উইল বি দেয়ার ফর ইউ’ এখনো দর্শকদের কানে লেগে আছে। আমেরিকান সংগীত তারকা দ্য রিমব্র্যান্ডসের গাওয়া ওই গানটির সংগীতায়োজনে ছিলেন অ্যালি উইলিস। সংগীত এ সিরিজের অন্যতম আকর্ষণ।