বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। টেলিভিশন থেকে ইউটিউব সব জায়গা মিলিয়ে মাহি এখন জনপ্রিয়তার তুঙ্গে। সে ধারাবাহিকতায় এবার ওটিটি মাধ্যমে নাম লেখালেন মাহি। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।
‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজটি দিয়ে ওটিটিতে পথচলা শুরু করছেন মাহি। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। গত বুধবার প্রকাশ পেয়েছে এর পোস্টার।
এ প্রসঙ্গে উচ্ছ্বসিত মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। তাও এত গুণী অভিনেতাদের সঙ্গে। চঞ্চল ভাই আমাকে অনেক বেশি হেল্প করেছেন। এ ছাড়া ভাবনা আপু, নাঈম, মনওয়ার ভাইসহ আরও যাদেরকে পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। আর নির্মাতা বাশার জর্জিস ভাই অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন।’