বিশ্বজুড়ে এখন বিনোদনের অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। পিছিয়ে নেই বাংলাদেশও। ইতিমধ্যে দেশে বেশ কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়মিত সিনেমা-ওয়েব সিরিজ মুক্তি দিচ্ছে। আজ থেকে দেশের ওটিটি প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে নতুন নাম, চরকি। চলতি বছরের শুরুর দিকে প্ল্যাটফর্ম চরকির ঘোষণা আসে।আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি।
এর আগে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা, নির্মাতা রেদওয়ান রনি ঘোষণা দিয়েছিলেন ১২ মাসে ১২টি অরিজিনাল ফিল্ম নিয়ে আসবেন তাঁরা। সেই প্রতিশ্রুতির সূত্র ধরে শুরুতেই বড় চমক নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। আজ রাত ৮টায় দর্শকদের জন্য উন্মুক্ত হবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট।
শুরুর দিনেই মুক্তি পাবে তিনটি কনটেন্ট। এগুলো হলো শিহাব শাহীনের ‘মরীচিকা’। ভিকি জায়েদের ‘লাল কাতান নীল ডাকাত’ ও রবিউল আলম রবির ‘ঊনলৌকিক’।
ভিকি জায়েদের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘লাল কাতান নীল ডাকাত’। গল্প ও চিত্রনাট্য করেছেন নাজিম উদ্দৌলা। এই ছবিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক প্রমুখ।
অ্যাপ ও ওয়েবসাইট উন্মোচনের পর থেকে দর্শকেরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সাবস্ক্রিপশন করে কনটেন্টগুলো দেখতে পারবেন। মৌলিক কনটেন্টের পাশাপাশি বিদেশি সিনেমা-সিরিজ, জনপ্রিয় পুরোনো সিনেমা-নাটক ও গানের ভিডিওসহ আরও বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট দেখা যাবে ‘চরকি’-তে।