চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ বলির ট্রেইলার রিলিজ করেছে অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই। হইচই এবং হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে এবং ইউটিউব চ্যানেলে একযোগে ‘বলি’র ট্রেইলারটি রিলিজ করা হয়েছে। দু’ মিনিটের ট্রেইলারটিতে দেয়া ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরের ৩ তারিখ থেকে হইচই প্ল্যাটফর্মে সিরিজটি দেখা যাবে।
হইচই গত সেপ্টেম্বরে তাদের ৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে ৫ টি অরিজিনাল সিরিজের ঘোষণা দিয়েছিল। চঞ্চল চৌধুরী অভিনীত ‘বলি’ এই ৫ টি সিরিজের একটি। গত ১৫ নভেম্বর সিরিজটির টিজার রিলিজ হয়। টিজারেই ছিল অনেকগুলো চমক। অসাধারণ ভিজ্যুয়াল, চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ অভিনয় শিল্পীদের লুক চলে আসে আলোচনার কেন্দ্রে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র গুলোতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহেল মন্ডল, সালাহউদ্দিন লাভলু, ইরেশ জাকের, সোহানা সাবা, সাফা কবির, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা এবং নাসির উদ্দিন খান।
শঙ্খ দাসগুপ্ত বিজ্ঞাপনের জগতে একটি পরিচিত নাম। ওয়েবে এটাই তাঁর প্রথম কাজ। হইচই এ তাঁর পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ বলির রিলিজ হওয়া নিয়ে উচ্ছ্বসিত শঙ্খ দাসগুপ্ত বলেন, ‘পরীক্ষার ফল বের হওয়ার আগে যেমন অনুভূতি হয়, সেরকম হচ্ছে। টিজার রিলিজ হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। আজ ট্রেইলার রিলিজ হচ্ছে, আশা করি দর্শকেরা আমাদের পাশেই থাকবেন। এত দিনের পরিশ্রম অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। রিলিজের পর থেকে বলি দর্শকদের প্রোপার্টি। সিরিজটি সবার ভাল লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।’