ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’