মোশাররফ করিম ও জাকিয়া বারী মম একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। মোশাররফ করিম অভিনীত সবচেয়ে আলোচিত, দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। এতেও অভিনয় করেছিলেন মম। তবে কোনো ওয়েবে জুটি বাঁধেননি তাঁরা। এবার ওয়েব সিরিজে জুটি বেঁধে অভিনয় করলেন তাঁরা। ‘ভালোবাসা’ শিরোনামে চার পর্বের সিরিজটি বানিয়েছেন আবু হায়াত মাহমুদ।
মম বলেন, ‘গত বছর শুটিং করেছিলাম। গল্পটা পছন্দ হয়েছে আমার। তা ছাড়া মোশাররফ করিমের মতো অভিনেতার সঙ্গে কাজ করার একটা আলাদা আনন্দ তো রয়েছেই। এই সিরিজে দুটি ভিন্ন সময়ের চরিত্রে দেখা যাবে আমাকে।’