হোম > বিনোদন > সিরিয়াল

আসাদুজ্জামান নূরের ওয়েবে অভিষেক

অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।

বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।

এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।

শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’

‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট