ভারতের বিখ্যাত কমিউনিস্ট বিপ্লবী ও নকশাল আন্দোলনের অগ্রপথিক চারু মজুমদারের জীবনের গল্প উঠে আসছে পর্দায়। তাঁকে নিয়ে বানানো হচ্ছে ওয়েব সিরিজ। নওয়াজউদ্দীন সিদ্দিকি অভিনয় করবেন চারু মজুমদারের চরিত্রে। তবে সবচেয়ে বড় চমক, বাংলাদেশের জয়া আহসানও থাকবেন এ সিরিজে।
গত কয়েকমাসে জয়া আহসানের কাজের খবর তেমন পাওয়া যাচ্ছিল না। লকডাউনের পর হল খুলতেই ‘বিনিসুতোয়’ ছবি দিয়ে ফিরেছিলেন তিনি। সে-ও তো গত মাসের মাঝামাঝি সময়ের কথা। এরপর একরকম চুপচাপ ছিলেন জয়া। সেপ্টেম্বরের মধ্যভাগে ক্যারিয়ারের সবচেয়ে বড় খবর এল জয়ার।
জানা গেছে, রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। বাংলা, হিন্দি ও ইংরেজি- তিনটি ভাষায় দেখা যাবে এটি। গল্পের মূল প্রেক্ষাপট ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন।
আগামী দুর্গাপূজার আগেই এ ওয়েব সিরিজের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন জয়া। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের সূত্রে জানা গেছে— ভারতের কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও শুটিং হবে চীন এবং রাশিয়াতেও।
পরিচালক সায়ন্তন ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘মুম্বাইয়ের পটভূমিকায় যদি সেক্রেড গেমস বা উত্তরপ্রদেশকে নিয়ে মির্জাপুর সিরিজ তৈরি হতে পারে তা হলে বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে।’
এ ছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিক ভাবে বাছা হয়েছে দুই বলিউড অভিনেতাকে। তাঁরা হলেন পরেশ রাওয়াল ও বোমান ইরানি।