হোম > বিনোদন > সিরিয়াল

জুনে আসছে ‘হাউস অব দ্য ড্রাগন’ দ্বিতীয় পর্ব 

জুনেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজন। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল এটি। জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ বই অবলম্বন তৈরি এই সিরিজে গেম অব থ্রোনস-এর প্রায় ২০০ বছর আগের গল্প বলা হয়েছে। প্রথম সিরিজ শেষ হয়েছিল যুদ্ধের প্রস্তুতি দিয়ে আর দ্বিতীয় সিজনের ট্রেলারেই স্পষ্ট যুদ্ধের আবহ।

প্রথম পর্বে গয়নায় সজ্জিত রেনেইরা (এমা ডার্সি) এই সিজনে রণসাজে সজ্জিত। রেনেইরার সংলাপে শোনা যাচ্ছে, ‘আমি এই যুদ্ধটা লড়তে চাই এবং জিততে চাই।’ এই পর্বে আয়রন থ্রোনের জন্য তাঁর ভাই এগনের সঙ্গে যুদ্ধে নামবেন রেনেইরা। অন্য দিকে প্রথম পর্বের শেষ এপিসোডে রেনেইরার ছেলে লুসেরিস এমা ভেলেরিয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে দেখা যাবে ডিমনকে (ম্যাট স্মিথ)।

তবে আগের সিজনের চেয়ে এই পর্বে ডিমনের চরিত্র নাকি অনেক দুর্বল, বলে জানিয়েছেন ম্যাট নিজেই। প্রথম পর্বের উল্লেখযোগ্য চরিত্ররা থাকছে এই পর্বেও। ম্যাট, এমা, অলিভিয়া অলিভিয়া কুকের (অ্যালিসেন্টের চরিত্রে) সঙ্গে একঝাঁক নতুন অভিনেতাকেও দেখা যাবে এ বার।

তবে এই সিজন মাত্র আটটি অ্যাপিসোডের। হলিউড স্ট্রাইকের মধ্যে এই সিজনের শুটিং পড়ে যাওয়ায়, দৈর্ঘ্য কিছুটা কমানো হয়েছে দ্বিতীয় পর্বে। বরং তৃতীয় পর্বে অনেক কিছু মীমাংসা হবে বলে শোনা যাচ্ছে। আপাতত দ্বিতীয় পর্বের প্রথম অ্যাপিসোড মুক্তি পাচ্ছে আগামী ১৬ জুন।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম