অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র তৃতীয় ও শেষ পর্ব ‘বাংকার বয়’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সুকর্ন সাহেদ ধীমানের পরিচালনায় এই পর্বটি দর্শকরা দেখতে পারবেন চরকিতে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে।
‘বাংকার বয়’-এর গল্পে দেখা যাবে, যুদ্ধবিধ্বস্ত সময়ের চক্রে এক বাংকারে হাজির হয়েছে দুজন মানুষ। একজন বাঙালি বালক, অন্যজন বেলুচ সৈনিক। দুজনেই দুজনের শত্রু। একজন শিকার তো আরেকজন শিকারি। সুযোগের জন্য ওত পেতে আছে দুজনেই।
পরিচালক সুকর্ন সাহেদ ধীমান বলেন, ‘বাংকার বয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। শুটিংয়ের জন্য যুদ্ধক্ষেত্র নির্মাণ করতে হয়েছিল। এমন লোকেশন খুঁজে পেতেই সহকর্মীদের সবচেয়ে বেশি ঘাম ঝরাতে হয়েছে। তাছাড়া বৃষ্টি, কাদা ও শীতে অভিনেতারাও অনেক শারীরিক পরিশ্রম করেছেন।’
‘জাগো বাহে’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে।