হোম > বিনোদন > সিরিয়াল

‘জাগো বাহে’র শেষ পর্ব ‘বাংকার বয়’ আসছে কাল

অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র তৃতীয় ও শেষ পর্ব ‘বাংকার বয়’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সুকর্ন সাহেদ ধীমানের পরিচালনায় এই পর্বটি দর্শকরা দেখতে পারবেন চরকিতে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে।

‘বাংকার বয়’-এর গল্পে দেখা যাবে, যুদ্ধবিধ্বস্ত সময়ের চক্রে এক বাংকারে হাজির হয়েছে দুজন মানুষ। একজন বাঙালি বালক, অন্যজন বেলুচ সৈনিক। দুজনেই দুজনের শত্রু। একজন শিকার তো আরেকজন শিকারি। সুযোগের জন্য ওত পেতে আছে দুজনেই।

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নুর ইমরান ও আব্দুল্লাহ আল সেন্টু। ‘বাংকার বয়’-এর শুটিংয়ের জন্য বানানো হয় সত্যিকারের বাংকার। নির্মাতা জানিয়েছেন, এই বাংকারও গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্র।

পরিচালক সুকর্ন সাহেদ ধীমান বলেন, ‘বাংকার বয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। শুটিংয়ের জন্য যুদ্ধক্ষেত্র নির্মাণ করতে হয়েছিল। এমন লোকেশন খুঁজে পেতেই সহকর্মীদের সবচেয়ে বেশি ঘাম ঝরাতে হয়েছে। তাছাড়া বৃষ্টি, কাদা ও শীতে অভিনেতারাও অনেক শারীরিক পরিশ্রম করেছেন।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘জাগো বাহের দুটি পর্ব এরইমধ্যে বিপুল সাড়া ফেলেছে। বিজয়ের মাসে প্রতিবাদের এই গল্প আমাদের নতুন করে ভাবাবে। সুকর্ন সাহেদ ধীমানের অসাধারণ এই নির্মাণে দর্শক নতুন কিছু দেখবে।’

‘জাগো বাহে’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম