ঢাকা: দেবলীনা ভট্টাচার্য বেশ পরিচিত একটা নাম। যদিও ‘গোপী বহু’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ধারাবাহিক শেষ হলেও এখনো ‘গোপী বহু’র মোহ কাটেনি দর্শকদের। ‘বিগ বস’-এর ১৩ ও ১৪ নম্বর সিজনেই নিজের ভিন্নরূপ দেখিয়েছেন। বাড়ির বউয়ের চরিত্র থেকে বেরিয়ে নিজের একটা নতুন পরিচয় তৈরি করেছেন। সেটাকে বলা যায় ‘খোলামেলা’ চরিত্র।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন দেবলীনা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো স্পোর্টস ড্রেস পরে বেলি ড্যান্স করতে। লকডাউনে বাড়িতে বসে নতুন এই ড্যান্স ফর্ম শেখায় মন দিয়েছেন অভিনেত্রী। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর এমন রূপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেবলীনার এই নতুন রূপে বেশ চমকে গিয়েছে অনলাইন দুনিয়া। আরে এটা গোপী বহুই তো!-র মতো কমেন্ট পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর বেলি ড্যান্সিংয়ের জ্বরে কাবু সবাই! অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যদিও নিন্দাও হয়েছে! যাকে ট্রোলিং বলে আর কি! ‘এই নাকি আর্দশ বৌমা গোপী বহু!’ কেউ আবার লিখেছেন, ‘আপনি কি নিজেকে নোরা ফাতেহি মনে করছেন! শত চেষ্টা করলেও তা হতে পারবেন না।’ তবে এসবে পাত্তা না দিয়েই নিজের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
দেখুন ‘গোপী বহু’র ভাইরাল ড্যান্স: