না, ২৫ তাঁর বয়স নয়! ২৫তম কাজও নয়! সুনেরাহ বিনতে কামাল অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘পঁচিশ’। এই সময়ের সম্ভাবনাময় মুখ সুনেরাহ। প্রথম ছবি ‘ন ডরাই’–এ অভিনয় করেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দ্বিতীয় ছবির ঘোষণাও এসেছে তাঁর, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’।
ইদানীং একটি প্রসাধনীর বিজ্ঞাপন দিয়েও বেশ আলোচনায় সুনেরাহ। এর মাঝেই নতুন কাজের খবর—‘পঁচিশ’। আট পর্বের ওয়েব সিরিজ। বানিয়েছেন মাহমুদ দিদার। গল্প লিখেছেন কামরুন্নেসা মীরা। দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।
‘পঁচিশ’ যেমন সুনেরাহর প্রথম ওয়েব সিরিজ, নির্মাতা মাহমুদ দিদারেরও প্রথম। প্রশংসিত এই নির্মাতা শুরুর দিকে টিভি নাটক বানাতেন। সরকারি অনুদানের ‘বিউটি সার্কাস’ দিয়ে ছবি বানানো শুরু দিদারের। তবে ছবি মুক্তির আগেই ওয়েবে অভিষেক হচ্ছে তাঁর।
‘পঁচিশ’–এ দেখা যাবে একঝাঁক তরুণ মুখ। সুনেরাহ ছাড়াও থাকছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু, ইয়াশ রোহান, রুদ্র হক, সায়েদ রিশাদ, মার্শিয়া শাওন। আগামী ঈদুল আজহায় বিঞ্জে দেখা যাবে ‘পঁচিশ’।