হোম > বিনোদন > সিরিয়াল

৬ বছর পর কপিলের শোতে ফিরলেন সুনীল

দীর্ঘ ৬ বছরের ঝগড়া মিটিয়ে আবারও একসঙ্গে ফিরছেন কপিল-সুনীল। আগামী ৩০ মার্চ থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ শিরোনামের সিরিজটির প্রচার শুরু করতে যাচ্ছে।

গত বছরের ডিসেম্বরে কপিল-সুনীলের নতুন শো এর ঘোষণা দেয় নেটফ্লিক্স। প্রকাশ করা এক প্রমোশনাল ভিডিওতে একসঙ্গে কপিল-সুনীলের উপস্থিতি ভক্তদের বেশ উচ্ছ্বাসিত করে।

কপিল শর্মা, সুনীল গ্রোভার ছাড়াও শোতে আরও থাকবেন—ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরন সিং।

প্রসঙ্গত, কপিল শর্মার শো-এর জনপ্রিয় চরিত্র গুত্তি এবং ডা. মাশুর গুলাটি হিসাবেই জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল গ্রোভার। তবে ২০১৮ সালে কপিল-সুনীলের দ্বন্দ্বের খবর সবখানে ছড়িয়ে পড়ে। এরপর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বের হয়ে যান সুনীল। আর আস্তে আস্তে অনুষ্ঠানটির জনপ্রিয়তা কমতে থাকে।

তারপর থেকে কপিল-সুনীলের কথা বলাই একপ্রকার বন্ধ হয়ে যায়। জানা যায়, অস্ট্রেলিয়ায় একটা শো শেষ করে মুম্বাই ফেরার সময় বিমানেই সুনীল গ্রোভারকে মারধর করেন কপিল।

বিষয়টি নিয়ে কপিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কখনোই সুনীলের সঙ্গে ঝগড়া করিনি, আমি ইন্ডাস্ট্রির সেরা লোকদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। যখন আমি কমেডি সার্কাসে কাজ শুরু করেছিলাম তখনো আমি নির্মাতাদের সুনীলকে নিতে বলেছিলাম।’

প্রসঙ্গত, ২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধর ও গালাগালি করেন কপিল। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বেশ তোপের মুখে পড়েন এ কমেডিয়ান। যার জেরে পুরো ঘটনার জন্য তখনই ক্ষমা চান। তবে পার পাননি। হারাতে হয়েছিল তাঁর জনপ্রিয়তা।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট