ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসতে যাচ্ছে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘অগোচরা’। মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা সিদ্দিক আহমেদ। আগামী ১০ আগস্ট মুক্তি পাবে সিরিজটি, এমনটাই জানিয়েছে প্ল্যাটফর্মটি।
সিরিজটি নিয়ে নির্মাতা সিদ্দিক আহমেদ বলেন, ‘পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প এটি। একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে, তা নিয়েই সিরিজ।’
এ ছাড়া ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন–ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, মোরশেদ মিশুসহ অনেকে।