ঢাকা: আলী তাবরিজি, এক ব্রিটিশ তরুণ। ছোটবেলা থেকেই সমুদ্র আর সামুদ্রিক প্রাণের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। মায়ের সঙ্গে যেতেন মেরিন পার্কে। দেখতেন ডলফিন আর তিমির খেলা। বড় হয়ে জানলেন সাগরে মানবসৃষ্ট দূষণের কথা। শুনলেন প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে সাগর। আর সেসব প্লাস্টিক ঢুকছে মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণির পেটে।
ফলে আলী নিজেই প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দিলেন। সৈকতে গিয়ে কুড়ানো শুরু করলেন মানুষের ফেলে দেওয়া বোতল, ব্যাগসহ সব রকমের প্লাস্টিক। সাগর নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিতে থাকলেন। কিন্তু এভাবে কি সম্ভব?
বলা যায়, এটিই নেটফ্লিক্সের তুমুল আলোচিত-সমালোচিত প্রামাণ্যচিত্র ‘সিসপাইরেসি’র (২০২১) প্রেক্ষাপট। এ বছরের ২৪ মার্চ মুক্তি পেয়েছে প্রামাণ্যচিত্রটি। মুক্তির পর প্রায় ৫০টি দেশে নেটফ্লিক্স টপচার্টে জায়গা করে নিয়েছে ছবিটি।
কেউ কেউ ছবিটি দেখে আর মাছ খাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, এটা স্রেফ ভেগান বা নিরামিষাশীদের প্রোপাগান্ডা।
বিলিয়ন বিলিয়ন ডলারের মৎস্যশিল্প অত্যাধুনিক সব জাহাজ দিয়ে মাত্রাতিরিক্ত হারে ধরছে টুনা, স্যামনসহ বিভিন্ন উচ্চচাহিদার মাছ। আর এসব ধরতে গিয়ে বাইক্যাচ হিসেবে জালে আটকে বেঘোরে মারা পড়ছে ডলফিন, হাঙ্গর, তিমির মতো জীব।
মাত্রাতিরিক্ত মাছ শিকার আর অনাকাঙ্ক্ষিত বাইক্যাচের ফলে এসব প্রাণির সংখ্যা দ্রুত কমছে। হাঁটছে বিলুপ্তির পথে। স্বাভাবিকভাবেই সাগরের বাস্তুসংস্থানে, খাদ্য শৃঙ্খলে ঘটছে ঋণাত্মক পরিবর্তন। সামুদ্রিক জীবের কারণে বেঁচে থাকা প্রবালও কমছে বিপজ্জনকহারে। পিলে চমকানো পরিসংখ্যান দিয়ে ক্রমাগত এসবের প্রভাব বোঝানোর চেষ্টা করেছেন পরিচালক আলী তাবরিজি।
দেখুন ‘সিসপাইরেসি’ ডকুমেন্টারির ট্রেলার:
‘সিসপাইরেসি’ তথ্যচিত্রে পরিচালক সমস্যা দেখিয়েই ক্ষান্ত হননি। সমাধানের বিদ্যমান পদ্ধতিগুলোকেই প্রশ্নবিদ্ধ করছেন। সাসটেইনেবল ফিশারি, ডলফিন সেফ লেভেল, ফিশ ফার্মিংয়ের মতো ধারণাগুলোর ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।
এ কারণে যেমন বিতর্কিত হয়েছেন, তেমনি অনেক পরিসংখ্যানগত তথ্যের ভুলভ্রান্তি আছে বলে দাবি করছেন অনেকে। তবে এসব তর্ক-বিতর্ক একপাশে সরিয়ে রেখে ‘সিসপাইরেসি’ তথ্যচিত্রটি দেখে ফেলাই উত্তম কাজ হবে।
সূত্র: সিসপাইরেসি, দ্য গার্ডিয়ান, বিবিসি, ভক্স।