হোম > বিনোদন > সিরিয়াল

সনির পর্দায় ফিরেছে রাম পিয়া

১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল আর ডি বর্মণের সংগীতে ছবি ‘বালিকা বধূ’। ছবিতে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গানটি গেয়েছিলেন অমিত কুমার। গানটি বেশ জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার রেশে গানটি লুফে নেন প্রযোজক একতা কাপুর। তৈরি করেন এই নামে টিভি সিরিয়াল।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছোট পর্দা মাতিয়ে রাখত ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’। রাম আর পিয়ার দাম্পত্য-প্রেম-বিরহ-রোম্যান্স আর সর্বোপরি বন্ধুত্বের গল্পে কোথায় যেন নিজেদেরই হারিয়ে ফেলতেন একটু বেশি বয়সী দম্পতিরা। সেই রসায়ন নতুন করে ভারতীয় টিভি চ্যানেল সনিতে এসেছে। প্রচার হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। তবে এবার আর রাম কাপুর আর সাক্ষী তানওয়ারের জুটি নয়। এবার জুটি হয়েছেন নকুল মেহতা ও দিশা পারমার। প্রথম সিজনের মতো এবারও মূল চরিত্রের নাম একই রাখা হয়েছে। নকুল অভিনয় করছেন রাম কাপুর চরিত্রে, দিশা হয়েছেন পিয়া। ইতিমধ্যেই দুজনের রসায়ন দর্শক পছন্দ করেছেন, জনপ্রিয় হয়ে উঠছে এই সিরিয়াল। 
প্রযোজক একতা কাপুর বলেন, ‘আজকের জেনারেশন বছর ত্রিশের কোঠায় এসে যে একাকিত্বে ভুগবে তার জন্য প্রস্তুত নয়। সেই কারণেই, একটি সহজ, স্বাভাবিক শহুরে গল্প বানানোর চেষ্টা করছি। যে সময়টায় তার নির্ভরতার মানুষ লাগে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়।’

পাশাপাশি একতা আরও জানিয়েছেন, দ্বিতীয় সিজনের জন্য রাম ও সাক্ষীকে অফার দেননি। তিনি জানেন, রাম ও সাক্ষী অত্যন্ত ব্যস্ত। তবে এই সিজনে যাদের নিয়েছেন, তারাও বেশ জনপ্রিয়।
ইতিমধ্যে সিরিয়ালটির ৫০তম পর্ব প্রচার হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভেও দেখা যাচ্ছে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম