‘সাঁঝের বাতি’ সিরিয়ালে খলনায়িকা হিসেবে অভিনয় শুরু হয়েছিল দীপান্বিতা রক্ষিতের। চুমকি চরিত্রে অভিনয় করে ভালোই জনপ্রিয় হয়েছেন তিনি। `সাঁঝের বাতি'র দ্বিতীয় সিজন অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র অংশ হননি দীপান্বিতা। বরং একদম ভোল পাল্টে নায়িকা হয়েই হাজির হচ্ছেন তিনি।
কলকাতার টিভি চ্যানেলগুলোতে এখন নতুন সিরিয়ালের রমরমা। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘সর্বজয়া’, ‘উমা’, ‘আয় তবে সহচরী’র মতো ধারাবাহিক। এর মধ্যেই বৃহস্পতিবার সামনে এল স্টার জলসার আরও এক নতুন সিরিয়ালের প্রোমো। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত।