তাহসান রহমান খান ও সুস্মিতা আনিসের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে এবারের ভালোবাসা দিবসে। তবে ‘হারাই বহুদূর’ নামের গানটি প্রশংসিত হওয়ার বদলে ব্যাপক সমালোচিত হচ্ছে। সমালোচনার কারণ এর মিউজিক ভিডিও। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের ভিডিওর সঙ্গে ‘হারাই বহুদূর’-এর অনেকটাই মিল আছে—এমন অভিযোগ করছেন শ্রোতারা।
বিটিএস ব্যান্ডের সদস্য কিম নামজুন, যিনি আরএম নামেই বেশি পরিচিত, তাঁর ‘ইন্ডিগো’ অ্যালবামটি প্রকাশিত হয় গত বছর। ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ এ অ্যালবামের জনপ্রিয় গান। দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী আতশবাজি থেকে শুরু এমন অনেক কিছু দেখানো হয়েছে এ ভিডিওতে, যা রীতিমতো বিস্মিত করেছিল সংগীতপ্রেমিদের। তাহসান-সুস্মিতার ‘হারাই বহুদূর’ গানের ভিডিও বানানো হয়েছে ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’-এর আদলে। এটা দেখে ফুঁসে উঠেছেন সারা বিশ্বের বিটিএস ভক্তরা। সবারই অভিযোগ, এটা বড়সড় চুরি!
এ সমালোচনা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমে ফলাও করে উপস্থাপন করা হয়েছে বিষয়টি। এছাড়া ভারতের ‘বলিউড লাইফ’সহ অনেক সংবাদমাধ্যম গুরুত্ব সহকারে ঘটনাটি তুলে এনেছে। ফলে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তাহসান। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি আমার জন্য হতাশাজনক। আমার ধারণা ছিল না যে গানটির ভিডিও আইডিয়াটি কপি করা হয়েছে। যখন এ সম্পর্কে নিশ্চিত হলাম, তখন এ গান নিয়ে আমার অনুভূতি সম্পূর্ণ মাটি হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে গানটি সরিয়ে দিয়েছি। ভিডিও নির্মাতাকে তিরস্কার করেছি। আমি তাঁকে বলেছি, ভক্তদের কাছে ক্ষমা চাইতে।’
নির্মাতা জানিয়েছেন, সবার প্রতি সম্মান রেখে ইতোমধ্যে বিটিএস থেকে অনুপ্রাণিত হয়ে ধারণকৃত দৃশ্যগুলো মুছে দিয়ে গানটি নতুনভাবে ইউটিউবে আপলোড করা হয়েছে। তবুও সমালোচনা থেমে নেই। ‘হারাই বহুদূর’ গানের কমেন্ট বক্সে এখনো নেতিবাচক মন্তব্য করেই যাচ্ছেন শ্রোতারা।