হোম > বিনোদন > হলিউড

অস্কার মঞ্চের সেই চড়ই ঠেকিয়ে দিয়েছে উইল স্মিথ-জাডার বিবাহবিচ্ছেদ

স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করায় মেজাজ ধরে রাখতে পারেননি উইল স্মিথ। উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে প্রতিশোধ নেন। গত বছর ৯৪ তম অস্কার আসরে এমন ঘটনায় দর্শকসারির সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। এ নিয়ে পরে কম জল ঘোলা হয়নি! উইল স্মিথও দুঃখ প্রকাশ করেছেন। অবশ্য তাতে রেহাই পাননি; ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হোন। 

এতদিন পর সেই জাডাই বলছেন, সেই অস্বস্তিকর ঘটনাই নাকি তাঁর বিবাহ বিচ্ছেদ ঠেকিয়ে দিয়েছে। ওই ঘটনার আগে থেকেই তাঁরা আলাদা থাকছিলেন। ওই ঘটনা না ঘটলে হয়তো এতদিনে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যেত! 

সম্প্রতি জাডা সংবাদমাধ্যমে বলেন, প্রথমে ঘটনাটা তাঁর বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল, এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারেন এটা অতিরঞ্জিত নয়। 

তিনি জানান, সাত বছর ধরে আলাদা থাকছেন স্মিথ দম্পতি। সে হিসাবে গত বছরের চড় কাণ্ডের অনেক আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। জাডার কথায়, ‘আমাদের বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না।’ 

এবার চড় কাণ্ড ও নিজেদের বিচ্ছেদ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে কথা বলেছেন জাডা। জাডা জানিয়েছেন, সে বছর অস্কারে তাঁর উপস্থিত থাকার ইচ্ছে ছিল না। কিন্তু তিনি ভাগ্যবান, ‘পবিত্র চড়’ নিজ চোখে দেখতে পেরেছিলেন। তাঁর কথায়, ‘ক্রিস রককে দেওয়া এই চড় আমাদের বিবাহ বিচ্ছেদ ঠেকিয়েছে!’ 

অভিনেত্রী ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, অস্কার মঞ্চে ক্রিস রককে দেওয়া উইল স্মিথের চড় তাঁকে বুঝতে সাহায্য করেছিল যে, তাঁরা বাকি জীবন একসঙ্গেই থাকবেন। 

জাডা বলেন, ‘কয়েক বছর ধরে আমি যখন উইল স্মিথকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছিলাম, ঠিক তখনই এই চড় আমাকে উপলব্ধি করতে সাহায্য করে, ওকে কখনো আমি ছেড়ে যাব না। এটা না ঘটলে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াত কে জানে!’

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়