হোম > বিনোদন > হলিউড

স‌র্বোচ্চ ব‌্যবসাসফল সিনেমার অভিনেত্রী জো সালদানা

বিনোদন ডেস্ক

মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে। এখন পর্যন্ত সিনেমাটির আয় ১.২৩ বিলিয়ন ডলার। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার সুবাদে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জো সালদানা। তাঁর অভিনীত সিনেমা বক্স অফিসে মোট ১৫.৪৬ বিলিয়ন ডলার আয় করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া তিনি একমাত্র অভিনেত্রী যাঁর অভিনীত চারটি সিনেমা ২ বিলিয়ন ডলার আয় করেছে।

অ্যাভাটার সিনেমার কল্যাণেই সর্বকালের আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হলেন জো সালদানা। অ্যাভাটারের তিন কিস্তিতেই অভিনয় করেছেন তিনি। প্রতিটি পর্ব পেরিয়েছে বিলিয়ন ডলারের মাইলফলক। যার মধ্যে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’, ২০২২ সালে ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’ রয়েছে সর্বকালের সবচেয়ে আয়কারী সিনেমার তালিকার প্রথম ও তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ সিনেমারও অভিনেত্রী সালদানা। ২ বিলিয়ন ডলার আয় করা সালদানা অভিনীত অন্য সিনেমাটির নাম ‘অ্যাভেঞ্জার ইনফিটি ওয়ার’। সালদানা অভিনীত ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ও আয় করেছে ১ বিলিয়ন ডলার।

নতুন রেকর্ড গড়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালদানা। অভিনেত্রী বলেন, ‘এটি এমন একটি অর্জন যা অসাধারণ ফ্রাঞ্চাইজি এবং সবার সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। যেসব পরিচালক আমার ওপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তাঁরা আমার মধ্যে এমন কিছু দেখেছেন যা আমি দেখিনি এবং সব সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটা দিয়েছেন। দর্শকদের ধন্যবাদ। এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না যদি তাঁরা উৎসাহ নিয়ে না আসতেন সিনেমা দেখতে। এই অর্জন আমাদের সবার এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং অত্যন্ত সম্মানিত।’

ভিডিও বার্তায় জো সালদানা জানান, তিনি চান ভবিষ্যতে এই রেকর্ড কোনো নারী অভিনয়শিল্পী ভাঙুক। সব মিলিয়ে ২০২৫ সালটি দারুণ কেটেছে জো সালদানার। গত বছরের মার্চে অস্কারে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য প্রথম ডোমিনিকান আমেরিকান হিসেবে তিনি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জেতেন।

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’