হোম > বিনোদন > সিনেমা

আজ থেকে ২১ প্রেক্ষাগৃহে মৌ খানের ‘যেমন জামাই তেমন বউ’

বিনোদন প্রতিবেদক

আজ শুক্রবার সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন তাঁরা। এই সিনেমাট নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।

‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরও অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরও অনেকে।

সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আমরা। আশা করি দর্শকেরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন। এ ছাড়া দর্শক যারা হলে আসবেন, তাঁদের কাছেও অবশ্যই ছবিটি ভালো লাগবে। তারা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।’

উল্লেখ্য, ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ছয়টি চলচ্চিত্র ‘বান্ধব’, ‘বাহাদুরী’, ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হার-কিউলিস’, ‘মাফিয়া’ ও ‘জ্বলছি আমি’।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি