হোম > বিনোদন > সিনেমা

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাহ আলম মণ্ডল। ছবি: সংগৃহীত

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। শাহ আলম মণ্ডলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।

ফেসবুকে অপূর্ব রানা লেখেন, ‘চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল ভাই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউনাইটেড হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। তাঁর দুটি কিডনি ড্যামেজ ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।

চিত্রনায়ক কায়েস আরজু জানিয়েছেন, আজ রাতেই দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেওয়া হবে শাহ আলম মণ্ডলের মরদেহ। সেখানে রোববার দাফন করা হবে তাঁকে।

শাহ আলম মণ্ডল তিনটি সিনেমা পরিচালনা করেছেন। তাঁর প্রথম সিনেমা ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল চিত্রনায়িকা পরীমণির। বাকি দুটি সিনেমা হলো ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম