‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করা হয়েছে। গত ৩১ অক্টোবর মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পঞ্চমবারের মতো এ সম্মাননা পেয়েছেন তিনি।
জয়ার সঙ্গে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় শব্দ প্রকৌশলী রিপন নাথ। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চলচ্চিত্রে শব্দগ্রাহক হিসাবে অসামান্য অবদানের জন্য তাঁকে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ হিসাবে ভূষিত করা হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরস্কার পাওয়ার অনুভূতি সব সময় সুন্দর। আমার সব সময় চেষ্টা থাকে দর্শকদের ভালো কিছু দেওয়ার। আর এর সঙ্গে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।’
আনন্দের মধ্যেও রিপন নাথের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। তাঁর কথায়, ‘‘হাওয়া’ সিনেমায় আমরা আরও পুরস্কার আশা করেছিলাম। অন্তত আরও বেশ কয়েকটি বিভাগে আমি যোগ্য ছিলাম।’