হোম > বিনোদন > সিনেমা

মিম মুম্বাই, বুবলী ঢাকায়, হঠাৎ পূজা কেন কলকাতায়

ঢাকাই সিনেমার ব্যস্ততম তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী ও পূজা চেরি। এই ঈদে প্রেক্ষাগৃহে মিমের কোনো সিনেমা মুক্তি না পেলেও মুক্তি পেয়েছে শবনম বুবলীর দুইটি সিনেমা। শাকিব খানের বিপরীতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং আদর আজাদের বিপরীতে ‘লোকাল’। ঈদে পূজার মুক্তি পেয়েছে একটি সিনেমা, সজল ও জিয়াউল রোশানের বিপরীতে ‘জ্বীন’।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পরিবার নিয়ে এখন আছেন ভারতের মুম্বাই। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। মুম্বাই থেকে ছুটির মেজাজে নিয়মিতই ভক্তদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে যাচ্ছেন মিম।

বুবলীর এবার ঈদ কেটেছে ব্যস্ততায়। নিজের দুই সিনেমা ‘লিডার’ ও ‘লোকাল’–এর হল পরিদর্শনে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বুবলী আজ তাঁর ফেসবুকে নতুন লুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান’। নায়িকা যেন তাঁর ফুরফুরে মেজাজেরই জানান দিচ্ছেন।

পূজা চেরির গত কয়েক দিন কেটেছে সিনেমা হলে। ‘জ্বীন’ সিনেমার হল পরিদর্শনে তিনি ছুটেছেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ। কিন্তু আজ ফেসবুকে কিছু ছবি পোস্ট করে কলকাতা উড়ে যাওয়ার খবর দেন পূজা। ছবিতে পূজার সঙ্গে তার মা কেও দেখা যায়। তবে সিনেমার শুটিংয়ে নয়, জানা যায় কলকাতায় অনুষ্ঠিত ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ এ অংশ নিতে কলকাতা গেছেন তিনি। আগামীকাল ২৮ এপ্রিল কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ঢাকা ও কলকাতার তারকাদের সম্মাননা জানাবে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। সে অনুষ্ঠানে অংশ নিতেই আজ ঢাকা ছেড়েছেন তিনি।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি