অভিনেত্রী নাজিফা তুষি আলোচনায় আসেন ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে। দেশ-বিদেশে ব্যবসায়িক সফলতার সঙ্গে জনপ্রিয়তা অর্জন করে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি। তবে এর পর তেমন কাজ করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
‘আলোছায়ার কাব্য’ কিংবা ‘পোহাই রোদ্দুরের মায়া’র মতো ক্যাপশনে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ছবি পোস্ট করতে দেখা যায় নাজিফা তুষিকে। নতুন কোনো কাজের শুটিং, নাকি ঘুরছেন— কী করছেন তুষি? প্রশ্ন জাগে ভক্তদের মনে। এবার আজকের পত্রিকাকে সে প্রশ্নের উত্তর জানালেন অভিনেত্রী।
তুষি জানালেন, শুটিংয়ের সঙ্গে ঘোরাঘুরি দুটোই হচ্ছে। অভিনেত্রীর কথায়, ‘বলা যায় এক ঢিলে দুই পাখি। কাজ করছি, সঙ্গে ঘোরাও হচ্ছে।’ কাজগুলো সম্পর্কে জানতে চাইলে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি না থাকায় কাজগুলোর বিস্তারিত বলেননি তিনি।