হোম > বিনোদন > সিনেমা

বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সম্পর্কে ফিরছেন অনির্বাণ-মধুরিমা

২০২০ সালের শেষের দিকে দীর্ঘ দিনের বান্ধবী, থিয়েটারের সহযোদ্ধা মধুরিমাকে বিয়ে করেছিলেন টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তবে বিয়ের বছর দু-একের মাথায় তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যায়। গত বছর থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেছিলেন। সম্পর্কের ভাঙন নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল সে সময়।

তবে দু’জনের কেউই এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি কখনো। পরিবারের কথা ভেবেই মূলত দু’জনেই নিজেদের সিদ্ধান্ত ব্যক্তিগত রাখতে চেয়েছেন বরাবর। সম্প্রতি তাঁদের দাম্পত্য আবার আগের জায়গাতেই ফিরেছে বলে শোনা যাচ্ছে। অনির্বাণ-মধুরিমার সম্পর্ক ফের জোড়া লেগেছে বলেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে বিয়ে অনির্বাণ ও মধুরিমা। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে ঘরোয়াভাবে আইনি বিয়ে হয় তাঁদের। বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ। ‘হস্তগত’ আর ‘উদারনীতি’ বলে দুটি নাটক মঞ্চায়িত হয়েছিল কয়েক বছর আগে। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ।

সামনেই মুক্তি পেতে চলেছে অনির্বাণ অভিনীত ছবি ‘অথৈ’। অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত সে ছবিতে অনির্বাণের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের