হোম > বিনোদন > সিনেমা

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যে দক্ষিণী তারকারা

‘পুষ্পা’ বললে এখন একটাই নাম বোঝায়, আল্লু আর্জুন। ছবিটিতে অভিনয় দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী এই সুপারস্টার। একইভাবে বিজয় দেবেরাকোন্ডাও ‘অর্জুন রেড্ডি’ দিয়ে দর্শকদের মন কেড়েছেন। আর দক্ষিণী সুপারস্টারদের একের পর এক জনপ্রিয় ছবি দেখে বলিউডের পরিচালকেরা তাঁদের পেছনে লগ্নি করতে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। 

প্রভাস কিংবা দুলকার সালমান এই সুযোগ কাজে লাগালেও ফিরিয়েও দিয়েছেন কেউ কেউ। বলিউড ফিল্ম প্রত্যাখ্যান করা দক্ষিণী সুপারস্টারদের তালিকায় প্রথমেই রয়েছেন আল্লু আর্জুন। তুমুল দর্শকনন্দিত অভিনেতা আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমার দীর্ঘ তালিকা আছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বলিউডের বেশ লোভনীয় এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। সালমান খানকে নেওয়ার আগে ‘বজরঙ্গি ভাইজান’ এর জন্য আল্লু অর্জুনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কবির খান। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে ছবিতে সাইন করতে পারেননি বলে জানা গেছে। 

‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে ‘পুষ্পা’র আরেক তারকা রাশমিকা মান্দানার। তবে তার আগে, তাঁকে শহীদ কাপুরের বিপরীতে ‘জার্সি’ ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ হিসেবে রাশমিকার ভাষ্য, ‘আর্ট ফিল্ম করার জন্য প্রস্তুত নই আমি। এখনো কমার্শিয়াল ছবি করছি। আমি যদি একটি চলচ্চিত্রের অংশ হই, তবে এটিতে আমাকে পুরোটা দিতে হবে। আমি এমন কোনো প্রস্তাব গ্রহণ করব না, যেখানে আমি মনে করি যে আমি অনেক কিছু দিতে পারি না। আমি মনে করি নির্মাতাদের আরও বেশি প্রাপ্য।’ 

দক্ষিণী আরেক নামী অভিনয় শিল্পী নয়নতারা রীতিমতো শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন! ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে নয়নতারাকে ‘ওয়ান টু থ্রি ফোর’ গানটিতে নাচের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। সেই প্রস্তাব ফিরিয়ে দেন বিগিল খ্যাত এই তারকা। 

‘লাইগার’-এর আগে, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে ‘ডিয়ার কমরেড’-এর হিন্দি রিমেকের প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, করণ জোহর প্রায় ৬ কোটি টাকায় ডিয়ার কমরেডের স্বত্ব কিনেছিলেন। বিজয় তাঁর নিজের ব্লকবাস্টার ফিল্মটির রিমেক প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘একই গল্প দুবার বলার কোনো অর্থ দেখি না। তা ছাড়া, ছবিতে আবার পুরোপুরি আবেগ দিতেও পারব না।’ 

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন