হোম > বিনোদন > সিনেমা

ফারহান-শিবানীর বিয়ে ফেব্রুয়ারিতেই

বিয়ের ধুম পড়েছে বলিউডে। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক বলি তারকা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। কনে দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকর। 

এত দিন ফারহান-শিবানীর প্রেম নিয়ে কিছুটা লুকোছাপা থাকলেও বিয়ের খবরে কোনো গোপনীয়তা থাকছে না। বিয়ের খবর জানিয়েছেন স্বয়ং ফারহানের বাবা কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার। 

জাভেদ আখতার বোম্বে টাইমসকে বলেন, চলতি মাসের ২১ তারিখেই বিয়ের পর্ব সারতে চলেছেন ফারহান। খন্ডালাতে জাভেদ আখতারের পারিবারিক বাসভবনে চার হাত এক হবে ফারহান-শিবানীর। 

করোনার কারণে বিধিনিষেধ মেনে একদম কাছের মানুষদের উপস্থিতিতে সাদামাটাভাবে হবে বিয়ের অনুষ্ঠান। জাভেদ আখতার আরও বলেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বড় আয়োজন তো করতে পারব না। খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনো তো আমন্ত্রণপত্র কাউকে পাঠানো হয়নি।’ 

২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। 

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা