গত বৃহস্পতিবার থেকে সারা দেশের ১৬৯টি প্রেক্ষাগৃহে চলছে ঈদের পাঁচটি চলচ্চিত্র। মুক্তির পর থেকে প্রতিটি সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। হলে ফিরছেন দর্শক, আশা জাগাচ্ছে দেশের সিনেমা। গতকাল রোববার ঈদের চতুর্থ দিনেও ঢাকাসহ দেশের অন্যান্য জায়গার প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে। টিকিট না পেয়ে ফিরতে হয়েছে অনেককে।
ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এই ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। গতকাল রোববার বিকেল থেকে সেখানে তিলধারণের জায়গা ছিল না। টিকিটের জন্য দর্শকদের লম্বা সারি চোখে পড়েছে, যার ব্যাপ্তি অনেক দূর ছাড়িয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছেন সব কটি সিনেমাই হাউসফুল গেছে গতকাল।
এদিন বিকেলে পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে আসেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাঁর সঙ্গে ছিলেন ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফী ও সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। দর্শকদের সঙ্গে বসে তাঁরা সিনেমাটি দেখেন।
সংবাদমাধ্যমে নিজের দুটি সিনেমা নিয়েই কথা বলেন শবনম বুবলী। এ ছাড়া এই প্রথম শাকিব জুটির বাইরে কাজ করার অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দুটি নিয়ে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন—সব জায়গাতেই টিকিট নিয়ে রীতিমতো হুড়োহুড়ি। পাওয়া যাচ্ছে না ইনস্ট্যান্ট শোর টিকিট। বেশির ভাগ মানুষই অগ্রিম টিকিট কেটে রেখেছেন। অনেক প্রেক্ষাগৃহে ব্ল্যাকে তিন গুণ দামেও বিক্রি হচ্ছে টিকিট।